সিভিল সার্জন অফিস , খুলনা এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জন অফিস , খুলনা। খুলনা জেলা ও এর অন্তর্ভুক্ত উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জন অফিস' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।
এ ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে।
আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জন অফিস , খুলনা এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।
এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র |
বিদেশগামী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র |
জন্ম-নিবন্ধন সত্যায়ন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র |
প্রতিবন্ধী সনদ এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র |
মৃত ব্যক্তির প্রতিবন্ধী পেনশন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র |
মৃত্যু-সনদ সত্যায়ন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র |
অঙ্গহানী ও অন্যান্য স্বাস্থ্য সনদ এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র |
এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র |
নতুন চাকুরী প্রার্থীদের স্বাস্থ্য সনদ এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র |
নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ |
চাকুরী বর্ধিতকরণ এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র |
জীবিত ব্যক্তির প্রতিবন্ধী পারিবারিক পেনশন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র |
Civil Surgeon
Mobile : 02477-729392
Phone (Office) : 02477 725286
Email : mahfuzamoni20222022@gmail.com
Fax : 02477-729392
Batch (BCS) : 27
Joining Date : 06 March 2025
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS